বাংলাদেশ মৎস্য হাসপাতাল এক যোগে সারাদেশে মাছের রোগ নিরাময়ে কাজ করে যাচ্ছে তারই
ধারাবাহিকতায় বগুড়া ঝেলার আদমদিঘী উপজেলায় চালু করল ১৩ নাম্বার আঞ্চলিক মৎস্য
চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র।

কেন্দ্রটিতে সেবা প্রদানের সার্বক্ষনিক প্রস্তুত জনাব, মো: এ করিম, ফিল্ড কনসালটেন্ট, বাংলাদেশ
মৎস্য হাসপাতাল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে সেখানে তিনি সেবা প্রদান
করছেন, যে কোন মাছ চাষী তার দেওয়া নাম্বারে তাদের পুকুরের সমস্যার কথা জানালে উনি
নিজে পরিদর্শন পূর্বক সেবা প্রদান করবেন, তার সাধ্যের বাহিরে হলে তিনি পুকুরের পানির সকল
প্যারামিটার পরীক্ষা করে রিপোর্ট সহ বাংলাদেশ মৎস্য হাসপাতালের মূল কনসালটেন্সি টিমকে অবহিত
করবে। টিমের সদস্যবৃন্দ জরুরিভিক্তিতে সমস্যার ধরণ অনুযায়ী সমাধান ও পরামর্শ ফিল্ড
কনসালটেন্টকে প্রদান করবেন যা তিনি মাছ চাষীকে জানাবেন এবং সমস্যার সমাধান না হওয়া
অবধি তিনি বিনা মূল্যে মনিটর করতে থাকবেন।
মাছ চাষীরা সমস্যার সম্মুখীন পূর্ব থেকে এই সার্ভিস বুথ গুলো থেকে সেবা পেতে থাকে ফলে
তাদের বিপদে পড়ার আশংকা অনেক কমে যায়। উপজেলা মৎস্য অফিসের পাশাপাশি বাংলাদেশ
মৎস্য হাসপাতালের কর্মকান্ডের মাধ্যমে ঐ এলাকার মাছ চাষীরা সকল বিপদ মুকাবিলা করে মাছ
চাষে বিপ্লব ঘটাবে বলে আশাবাদী বাংলাদেশ মৎস্য হাসপাতালের চেয়ারম্যান জনাব, মোঃ মাসুদ
রানা।