Bangladesh-fish-hospital

বাংলাদেশ মৎস্য হাসপাতাল

Bangladesh Fish Hospital

Since 2016

ক্ষুদ্র ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে বাংলাদেশ মৎস্য হাসপাতালের বিনামূল্যে মাছের পোনা
বিতরণ

বাংলাদেশ মৎস্য হাসপাতালের নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মাণকোন
বোর্ডবাজার এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মাছ চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করে। সবকিছুর
বাজারমূল্য বৃদ্ধির জন্য সবচেয়ে বিপদে আছে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের খামারিরা। মাছের খাদ্য খাবারের দাম, মাছের
পোনার দাম, চুন, লবন সহ উপকরনাদির দাম কয়েকগুন বাড়লৌ তুলনামূলকভাবে মাছের বাজার মূল্য বাড়ে
নি ফলশ্রুতিতে খামারিরা না পারছে গুনগত মানের পোনা মজুদ করতে, না পারছে পুষ্টিগুন সম্পন্ন খাবার খাওয়াতে ফলে
তারা কাঙ্ক্ষিত উৎপাদন না পেয়ে লোকসানের সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মাছ চাষীদের পাশে
দাঁড়িয়েছে বাংলাদেশ মৎস্য হাসপাতাল, সেখানে সংগঠনটি গুনগত মান সম্পন্ন গুলসা, পাবদা, শিং ও মাগুর মাছের পোনা
বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের
ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিণ সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাসুদ রানা, পুরো অনুষ্ঠানের
পৃষ্টপোশকতা করেন সংগঠনটির আঞ্চলিক মৎস্য পরামর্শ কেন্দ্র মুক্তাগাছার ফিল্ড কনসালটেন্ট ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত
মোস্তাকিম হ্যাচারী এন্ড ফিশারিজের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

সংগঠনটি দিন দিন তাদের কর্মপরিধি বড়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের মাছ চাষীদের আধুনিক চাষ কৌশল, রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা,
গুনগতমানের খাবার ব্যবস্থাপনা ও মাছের রোগ নিাময় সম্পকে সম্মুখ ধারনা দিয়ে নিরাপদ মাছ উৎপাদনে
সহায়তা করা, যেন খামরিরা ঝুকিহীনভাবে অল্প খরচে অধিত মাছ উৎপাদন করে নিজে স্বাবলম্বী হওয়াের
পাশাপাশি জাতীয় অর্থনিতীতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ মৎস্য হাসপাতাল মৎস্য সম্পদ উন্নয়নে সবসময়

গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ, মাছ চাষীদের দুঃসময়ে এধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান
সংগঠনটির চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ রানা।